এইদিন ওয়েবডেস্ক,পাঠানকোট(পাঞ্জাব),২৬ ফেব্রুয়ারী : আজ বুধবার ভোরে পাঞ্জাবের পাঠানকোটে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ সেনারা এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে । পাঠানকোট, আইবি-তে বিওপি পাহাড়িপুরের কাছে, নিউ জালালাবাদ পোস্টের বিপরীতে,আজ বুধবার ভোরে এই এনকাউন্টার হয়৷
আন্তর্জাতিক সীমান্ত ফাঁড়ির তাশপাটন এলাকায় সন্দেহজনকভাবে কাউকে ঘোরাফেরা করতে দেখেন সীমান্তরক্ষী কর্মীরা। বিএসএফ বাহিনীর নিষেধ সত্ত্বেও, ওই অনুপ্রবেশকারী দেশের সীমান্তে প্রবেশ করে। অনুপ্রবেশকারীকে বিডিআর বেড়ার কাছে আসতে দেখা যায়। এরপরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জম্মু সীমান্তে বিএসএফের একজন মুখপাত্র বলেছেন যে এই ঘটনার জন্য পাকিস্তান রেঞ্জার্সের কাছে তীব্র প্রতিবাদ জানানো হবে। পাঞ্জাবের ৫৫৩ কিলোমিটার বিস্তৃত ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ সদস্যরা দিনরাত দেশকে পাহারা দেন।।