এইদিন ওয়েবডেস্ক,ত্রিপুরা,২৫ মে : ত্রিপুরায় দুই বাংলাদেশি গরু পাচারকারীকে গুলি চালিয়ে জখম করল বিএসএফ । বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,শনি ও রবিবার রাত দেড়টা নাগাদ সেদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল মহম্মদ রবিউল ইসলাম (২৮) ও মহম্মদ আজাদ হোসেন (২৬) নামে দুই গরু পাচারকারী । তাদের বাড়ি উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় । বিএসএফ তাদের বারবার সতর্ক করলেও তারা সেই কথায় কোনো কর্নপাত করেনি । ভারতের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে তারা । শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিএসএফ তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে ।
প্রতিবেদনে বলা হয়েছে, গুলি লেগে ওই দুই পাচারকারী গুরুতর আহত হয় । স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তারা কোথায় চিকিৎসা নিচ্ছে তা জানা যায়নি। এনিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে দুজন আহত হয়েছেন। তারা কেন ওপারে গিয়েছিলেন সে বিষয়ে আরো বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।।