এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৪ আগস্ট : অবৈধভাবে অনুপ্রবেশ করা ২২ জন রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠালো বিএসএফ । তাদের মধ্যে রয়েছে ১০ পুরুষ ও ১২ জন মহিলা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে । বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা সীমান্তের শূন্য রেখায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়৷
জানা গেছে,ওই দলটি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের পর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করছিল । সম্প্রতি সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাদের আটক করে সীমান্তে এনে বিএসএফের কাছে হস্তান্তর করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিজিবি কাছে হস্তান্তর করা হয় ।
বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে; যা সীমান্ত এলাকায় আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে ।।