এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২২ মার্চ : পাঁচ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে ফেরত দিল বিএসএফ । বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে ৷ যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে ফেরদৌস ফরহাদ রশনি (২৬), হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) এবং হিজড়া জনগোষ্ঠীর রিয়া মনি (২৭) বলে । তারা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আহমাদ আলী (৫২) এবং তার স্ত্রী আমিনা বিবিকেও (৪২) এদিন ফেরত পাঠানো হয় ।
এর আগে শুক্রবার বিকালে বিজিবি ও বিএসএফের মধ্যে তিন বিঘা করিডরের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ বিএসএফ ব্যাটালিয়নের ওমর ক্যাম্পের ইনস্পেক্টর সঞ্জীব কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের দল অংশ নেয়। আর বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার আইয়ুব আলীসহ ছয় সদস্যের প্রতিনিধি দল।
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার বিকালে কোচবিহারের সিস্টিয়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ওই ৫ অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়েছে । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০২২ সালে তারা কুমিল্লার আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল । তারপর থেকে তারা পশ্চিমবঙ্গেই ঘাঁটি গেড়েছিল । এদিকে ভারতে বাংলাদেশিদের ধরপাকড় অভিযান শুরু হওয়ায় তারা আতঙ্কে নিজে দেশে পালানোর মতলব করেছিল । কিন্তু অবৈধভাবে সীমান্ত টপকে দেশে ফিরে যাওয়ার সময় ধরা পড়ে যায় ।।