এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ জুলাই : মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে একজন করে দুই বাংলাদেশি গরু পাচারকারীকে নিকেশ করল দোয়ারাবাজার । গতকাল শুক্রবার রাতে বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা এবং আজ শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। দোয়ারাবাজার উপজেলার ভাঙারপাড় এলাকায় বিএসএফের গুলিতে মৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫। সে একই এলাকার বাসিন্দা কিতাব আলীর ছেলে । অন্যদিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে নিহত ব্যক্তির নাম মহম্মদ রাসেল (২০)। সে একই উপজেলার রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সুনামগঞ্জের সীমান্তে ভাঙ্গারপাড় নামক স্থান দিয়ে একদল বাংলাদেশি গরু পাচারকারী গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় বিএসএফের টহল দল গরু চোরাকারবারিদের বাধা দেয়। এসময় গরু চোরা কারবারিরা বিএসএফের টহল দলের উপর ইট- পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। পরে বিএসএফ ৪ থেকে ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে । পাশাপাশি
বিএসএফ টহল দল চোরা কারবারিদের উদ্দেশ্যে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়লে বাংলাদেশী নাগরিক মহম্মদ শফিকুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনা হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ঘটলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মহম্মদ রাসেল নামে ওই দুষ্কৃতীর ।।