এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৫ মে : দীর্ঘ ২২ দিন পাকিস্তান সেনার হাতে আটক থাকার পর বুধবার সকালেই ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণমকুমার সাউ । আর রাতে বাড়ি ফিরলেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বা বিজেবি-এর দ্বারা অপহৃত কৃষক কোচবিহার জেলার শীতলকুচির উকিল বর্মন । একদিনে দুই ইসলামি রাষ্ট্র থেকে দুই ভারতীয়কে মুক্ত করার ঘটনা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কুটনৈতিক সাফল্য হিসাবে দেখা হচ্ছে ।
বুধবার সকাল ১০.৩০ মিনিটে অমৃতসরে আটারি- ওয়াঘা সীমান্ত দিয়ে জওয়ান পূর্ণমকুমার সাউকে ভারতে ফিরিয়ে আনা হয়৷। এদিকে ওই দিন রাত্রি ন’টা নাগাদ শীতলকুচির অমৃত বিএসএফ ক্যাম্পে আসেন উকিল বর্মন । তবে কীভাবে তিনি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এলেন, কীভাবে বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন তা স্পষ্ট নয়। যদিও উকিলের ফেরার বিষয়ে এখনও কোনও বিবৃতি দেননি বিএসএফ ও জেলা প্রশাসনের কর্তারা। আজ বৃহস্পতিবার তাঁকে পদ্ধতি মেনে পুলিশের মাধ্যমে বাড়িতে ফেরানো হবে বল খবর।
উল্লেখ্য, কোচবিহার জেলার পশ্চিম শীতলকুচির সীমান্ত গ্রাম বাজারবাড়ির বাসিন্দা উকিল বর্মনের । কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডে তাঁর বিঘাতিনেক চাষের জমি আছে । গত ১৬ এপ্রিল দুপুরে স্ত্রীর সাথে সেই জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন উকিল । সেই সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বা বিজেবি । তার ঠিক ঘণ্টাখানেক আগেই ঘটনাস্থলের অদূরে এক বাংলাদেশি পাচারকারীকে গুলি করেছিল বিএসএফ। তারই বদলা নিতেই উকিলকে অপহরণ করে বিজেবি। অনুপ্রবেশের অভিযোগ এনে উকিলকে মারধরের পর বাংলাদেশের হাতিবান্ধা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । বিনা অপরাধে তাকে বাংলাদেশের লালমণিরহাট জেলে বন্দি রাখা হয়েছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আক্রমণাত্মক রূপ দেখে ভয় পেয়ে বুধবার রাত ৯টা নাগাদ উকিল বর্মনকে ছেড়ে দেয় বাংলাদেশ ।।

