এইদিন ওয়েবডেস্ক,তেলিয়ামুড়া(ত্রিপুরা),১৫ ফেব্রুয়ারী : যাদের কাঁধে দেশের সীমান্ত সুরক্ষার গুরুদায়িত্ব, সেই ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর(বিএসএফ) বিরুদ্ধে উঠলো অর্থের বিনিময়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পাচারের অভিযোগ । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার তেলিয়ামুড়ার রেলস্টেশন সংলগ্ন ইচারবিল এলাকায় । চারজন মহিলা,একজন পুরুষ এবং একজন শিশু সহ ৬ বাংলাদেশীকে পাচারের সময় হাতেনাতে ধরল গ্রামবাসীরা ৷ পরে স্থানীয় থানার পুলিশ চার বিএসএফ জওয়ানসহ ওই বাংলাদেশিদের থানায় নিয়ে যায় । পুলিশ বাংলাদেশি শিশু আব্বা বক্কর সিদ্দিকীসহ রেজাউল শেখ, সুখী বেগম ,নাসির বেগম, সার্বিয়া বেগম এবং লাবনী আক্তারকে আটক করেছেন।
জানা গেছে,শুক্রবার বিকেলে তেলিয়ামুড়ার রেলস্টেশন সংলগ্ন ইচারবিল এলাকায় শিশু এবং নাবালিকা কন্যা সহ মোট ছয় জন বাংলাদেশী নাগরিককে অজ্ঞাত জায়গাতে পাঠানোর জন্য তেলিয়ামুড়ার রেলস্টেশন সংলগ্ন ইচারবিল এলাকায় এসেছিল চারজন বিএসএফের জওয়ান । বাংলাদেশীদের একটা অটোয় চাপিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় । তারা অটোটিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু অটো চালক পরিস্থিতি বেগতিক বুঝে গাড়িটি দ্রুততার সাথে সেখান থেকে পালিয়ে যায় । যদিও এলাকাবাসীরা কোনভাবে একজন বিএসএফ জওয়ানকে আটক করতে সক্ষম হয়। সে বারবার দাবি করছিলেন যারা অটো নিয়ে চলে গেছে তারা ভারতীয় এবং তাদের কাছে নাকি প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তার কথায় সন্দেহ হয় ৷
জানা গেছে,গ্রামবাসীদের হাতে আটক এবিএসএফ জওয়ানকে ছাড়াতে আসে বাকি বিএসএফ জওয়ানরা । একটা সময় সাধারণ মানুষ যখন বিরাট সংখ্যায় জড়ো হয়ে যায় তখন খবর পেয়ে তেলিয়ামুড়ার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় । এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই অনুপ্রবেশকারীদের পাচারের বিষয়টি স্পষ্ট হয়ে যায় । এটা পরিষ্কার হয়ে যায় যে যাদেরকে আটক করা হয়েছে তারা বাংলাদেশী নাগরিক এবং ওই ৪ বিএসএফ জওয়ান তাদেরকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে বা ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করছিলেন।
আটক বাংলাদেশি রেজাউল শেখ সাংবাদিকদের ক্যামেরার সামনে স্বীকার করেছে যে তাদের বাড়ি বরিশাল জেলায় এবং তারা ভারতে অনুপ্রবেশের জন্য বিএসএফকে ৬০-৭০ হাজার টাকা দিয়েছিল । এদিকে এই ঘটনার পর বিএসএফের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল । একদিকে যখন বাংলাদেশের মৌলবাদী সরকার সন্ত্রাসবাদি গোষ্ঠীগুলিকে দিয়ে ভারতের নাশকতা চালানোর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, পরিকল্পিতভাবে ভারতে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, সেই পরিস্থিতিতে বিএসএফের একাংশের অর্থের লোভ এবং দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠছে । ঘটনাটি ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে ।।
BSF itself accused of smuggling Bangladeshis in exchange for money! Sensational incident in Teliamura, Tripura