এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৩ ডিসেম্বর : বহরমপুরের কারাগারে রাখা ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিল বিএসএফ । তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন শিশু, ১২ জন মহিলা । তারা সবাই বাংলাদেশের খুলনা, লালমনিরহাট ও আশপাশের জেলার বাসিন্দা । বেশ কয়েক বছর আগে ওই দলটি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে । তারপর তারা কলকাতাসহ অনান্য বিভিন্ন রাজ্যে গিয়ে ঘাঁটি গেড়ে বসে । ৬ থেকে ৭ দিন আগে তাদের আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে পাঠানো হয়। সেখান থেকে সবশেষ বুধবার ভোরে তাদের বাংলাদেশের গাংনী সীমান্ত দিয়ে পুশইন করে দেয় বিএসএফ ।
বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে,আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে মেহেরপুরের গাংনী উপজেলার ১৪০ এর ৬ এস মথুরাপুর মাঠ নামক সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা ওই মাঠে প্রবেশের পর তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।
অনুপ্রবেশকারী দলটি নিজেদের অপরাধ কবুল করে জানিয়েছে, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং কলকাতাসহ বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। ৬ থেকে ৭ দিন আগে তাদের আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে পাঠানো হয়। সেখান থেকে সবশেষ বুধবার ভোরে তাদের গাংনী সীমান্ত দিয়ে পুশইন করা হয়। গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, আটকদের সবার পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।।

