এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ জুলাই : বাংলাদেশের সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নামাজ পড়ার সময় দাদার মুগুরের আঘাতে ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে । মৃতের নাম মজিবুর রহমান (৬০) । মজিবুর যখন নামাজ পড়ছিল তখন তার দাদা মহম্মদ ফজলুর রহমান (৭০) বাঁশের মুগুর দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে৷ সেই আঘাতেই তার মৃত্যু হয় । ঘাতক দাদাকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বিশ্বম্ভরপুর থানার পুলিশ।
বুধবার (১৬ জুলাই) এশার নামাজের সময় চরগাও মসজিদে ঘটনাটি ঘটেছে। নিহত মজিবুর রহমান উপজেলা ধনপুর ইউনিয়নের চরগাও গ্রামে কান্দু মুন্সির ছেলে। ঘাতক ফজলুর রহমান নিহতের আপন বড় দাদা । পুলিশ ও স্থানীয় এলাকা বাসী কাছ থেকে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে দুপুরে দাদা মোহাম্মদ ফজলুর রহমানের সাথে ছোট ভাই মজিবুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয় । রাতে মহম্মদ মজিবুর রহমান নামাজে যান। তিনি নামাজ জামাতের সাথে পড়ছিলেন। সেই সময় দাদা মহম্মদ ফজলুর রহমান মসজিদের ভেতরে প্রবেশ করে মজিবুর রহমানকে বাঁশের মুগুর দিয়ে মাথায় সজোরে আঘাত করে । এতে গুরুতর আহত হলে মুসল্লীরা ও পরিবারের লোকজন মজিবুর রহমানকে রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানোর পরামর্শ দিলে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুখলেছুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ফজলুর রহমানকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, লাশ এখনও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

