এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২০ অক্টোবর : ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান (৪২) পদত্যাগ করেছেন । বুধবার (১৯ অক্টোবর ২০২২) ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি বৈঠকের পর পদত্যাগ করেন তিনি । পদত্যাগ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পাঠিয়ে দেন সুয়েল । ব্রিটেনের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কনজারভেটিভ পার্টির নেতা গ্রান্ট শ্যাপস । শ্যাপস দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনককে প্রকাশ্যে সমর্থন করেছিলেন । তাঁকে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সমালোচক হিসেবে মনে করা হয় ।
সুয়েলা একজন গোয়ায় জন্মগ্রহণকারী পিতা এবং তামিল বংশোদ্ভূত মায়ের সন্তান। তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাত্র ৪৩ দিন দায়িত্ব পালন করেন। এই সময় ভারতীয় ভিসা নিয়ে তার বক্তব্য তুমুল বিতর্কের মুখে পড়ে। কিন্তু তিনি ভারতীয়দের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেন । তাঁর এই মন্তব্যে চরম ক্ষুব্ধ হয়েছিল ভারত সরকার । যদিও তিনি পরে ড্যামেজ কন্ট্রোল করারও চেষ্টা করেছিলেন । কিন্তু তাঁর এই বিতর্কিত মন্তব্যের কারনে ব্রিটেনের সঙ্গে ভারতের ফ্রি ট্রেড চুক্তির ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে ।
সুয়েলা ব্রাভারম্যানের পদত্যাগের এক সপ্তাহ আগেই অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছিল ট্রাস সরকার । তার ঠিক পাঁচ দিন পর সিনিয়র মন্ত্রী সুয়েলার পদত্যাগ ব্রিটিশ সরকারকে আরও অস্থিতিশীল করেছে । বুধবার সংসদে প্রধানমন্ত্রী ট্রাসের পদত্যাগও দাবি করা হয় । ব্রিটিশ লেবার পার্টির নেতা ইভেট কুপার লিজ ট্রাসকে উদ্দেশ করে বলেন,’ছয় সপ্তাহের মধ্যে আপনার নিয়োগ করা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে বরখাস্ত করা সম্পূর্ণ বিশৃঙ্খলা ছাড়া কিছুই নয়। এটি সরকার চালানোর কোনো পদ্ধতি নয় ।’ তিনি টুইটারে লিখেছেন,’এই ধরনের বিশৃঙ্খলা স্বরাষ্ট্র, নিরাপত্তা এবং জননিরাপত্তার জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসবে। যদি রক্ষণশীলরা মৌলিক বিষয়গুলো পরিচালনা করতে না পারে তবে তাদের পথ থেকে বেরিয়ে আসতে হবে এবং যারা পারে তাদের হাতে তুলে দিতে হবে । জনসাধারণের জন্য টোরি পার্টির শীর্ষে পরিবর্তনের প্রয়োজন নেই, এখন লেবার সরকার প্রয়োজন ।’।