এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৯ আগস্ট : জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মন্দিরে পূজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক । স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি টুইটারে শেয়ার করে সুনাক লিখেছেন, ‘জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি আমার স্ত্রী অক্ষতাকে নিয়ে ভক্তিবেদান্ত মনোর মন্দিরে গিয়েছিলাম । জনপ্রিয় হিন্দু উৎসব ভগবান কৃষ্ণের জন্মদিন উদযাপন করলাম ।’
প্রসঙ্গত,বরিস জনসনের সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক । বরিসের পদত্যাগের পর তিনি অন্যতম প্রধানমন্ত্রী পদপ্রার্থী । তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাস । প্রথম থেকে সুনাক এগিয়ে থাকলেও শেষ দুটিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাঁদের মধ্যে । কনজারভেটিভ এমপিরা ভোট দেওয়ার সময় সুনাক এগিয়ে ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি দৌড়ে পিছিয়ে গেছেন ।
একটি সমীক্ষায় দেখা গেছে ট্রাস ধারাবাহিকভাবে কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে শীর্ষে রয়েছেন । সুনাকের চেয়ে 32 শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন । রয়টার্সের মতে, ভোটে ট্রাস ৬৬ শতাংশ, সুনাক পেয়েছেব ৩৪ শতাংশ ভোট । আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হবে ।।