এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৪ অক্টোবর : শুভ দিপাবলীর দিনে হিন্দু প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য । সোমবার সন্ধ্যায় যখন ভারতের প্রতিটি প্রান্তে দেবী কালীর আরাধনা হচ্ছে,উদযাপন হচ্ছে দীপাবলির, অন্যদিকে তখন দেশের অর্থনীতিতে নেমে আসা অন্ধকার কাটাতে সেই ভারতীয় বংশভূত ঋষি সুনকের উপরেই আস্থা রাখলো ব্রিটিশ সংসদ । সোমবার বিকেলে ব্রিটেনের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যে “স্থিতিশীলতা” এবং “ঐক্য” আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঋষি সুনাক । এরপর তিনি রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং আগামীকাল সকালে প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে ডাউনিং স্ট্রিট থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে ।
প্রধানমন্ত্রীর দৌড়ে জয়ী হওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেওয়ার সময় সুনাক বলেছিলেন, ‘যুক্তরাজ্য একটি মহান দেশ । তবে কোন সন্দেহ নেই যে আমরা একটি গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি । আমাদের এখন স্থিতিশীলতা এবং ঐক্য দরকার । আমাদের দল এবং আমাদের দেশকে একত্রিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার ।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন । তিনি টুইট করেছেন,’উষ্ণ অভিনন্দন ঋষি সুনাক ! আপনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে, বিশ্বব্যাপী ইস্যুতে একসাথে কাজ করার এবং রোডম্যাপ ২০৩০ বাস্তবায়নের জন্য উন্মুখ আমি । যুক্তরাজ্যের ভারতীয়দের জন্য দীপাবলির বিশেষ শুভেচ্ছা, আমরা আমাদের ঐতিহাসিক সম্পর্ককে আধুনিক অংশীদারিত্বে রূপান্তরিত করবো ।’
উল্লেখ্য,সুনাকের বাবা-মা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন । তাঁর দাদু দিদিমা ছিলেন ভারতের পাঞ্জাবের বাসিন্দা । ঋষির শ্বশুর নারায়ণ মূর্তি, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং ভারতের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী ।।