এইদিন ওয়েবডেস্ক,ব্রিটেন,১৫ আগস্ট : উদার অভিবাসন নীতির কারণে ইউরোপীয় দেশগুলিতে ব্যাপক হার শরণার্থীদের ভিড় জমেছে৷ আর এই কারণে দেশগুলিতে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম বেড়েছে বলে অভিযোগ উঠছে । ইতালি, ব্রিটেন, ফ্রান্স ইউরোপীয় দেশে ব্যাপক হারে বেড়ে গেছে অল্প বয়সী মেয়েদের উপর যৌন হয়রানির ঘটনা ৷ দেশগুলির যৌন হয়রানি সংক্রান্ত আইন কঠোর না হওয়ার কারণে জেল থেকে ছাড়া পেয়েই ফের তারা একই কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ ওঠে । ব্রিটেনে ঘটে যাওয়া অল্প বয়সী মেয়েদের যৌন হয়রানির ঘটনায় ধৃত ব্যক্তিদের বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে । তারমধ্যে একটি ভিডিওতে (@shunyaa00) বলা হয়েছে যে ১৪ বছর বয়সী একটি ব্রিটিশ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের মোহাম্মদ শাহিদ হুসেন নামে এক যুবককে । ধরা পড়া পর জিজ্ঞাসাবাদে ওই যুবক সাফাই দিয়েছে, ‘আমি এখানে নতুন, আমি যুক্তরাজ্যের আইন জানি না, আমি শুধুমাত্র শরিয়া আইন মেনে চলি ।’ এক মহিলা পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, ‘আইন জানা না জানাটা বিষয় নয়, বিষয়টা হলো মেয়েটি একটি শিশু ।’ এর বাইরেও তাকে অনেক জিজ্ঞাসাবাদ চলতে থাকে । তখন ওই পাকিস্তানি বলে যে পাকিস্তানের বিয়ের নির্দিষ্ট কোন বয়স নাই । ১১ থেকে ১৮ বছরের মধ্যে যে কেউ বহু বিবাহ করতে পারে । পাকিস্তানের দুটি আইন চলে… এটি সরকারি এবং আরেকটি শরিয়া । তাকে আরো বলতে শোনা যায় যে ‘আমাদের নবী এমনকি ন’বছরের মেয়েকেও বিয়ে করেছিলেন ।’
(Shunya) নামে একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি নিজের অ্যাকাউন্টের শেয়ার করেছেন । সেই ভিডিওয় কমেন্ট সেকশনে আরো কিছু ভিডিও পোস্ট করা হয়েছে । তার মধ্যে একটি ভিডিওতে বলা হয়েছে, ‘বাংলাদেশের মোহাম্মদ মুহিত আহমেদ ১৪ বছর বয়সী ব্রিটিশ মেয়েদের ধর্ষণের চেষ্টা করেছিলেন। ২০২১ সালের ৩১ অক্টোবর, ধরা পড়ে এবং গ্রেপ্তার করা হয়, একই দিনে জামিনে বেরিয়ে আসে। এমনকি এখন, সে মুক্ত এবং আরো ব্রিটিশ মেয়েদের টার্গেট করতে পারে ।’ তাকে জিজ্ঞেস করা হয়েছে সে কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে৷ যদিও সে অনেক ভাবার পরেও কতজনকে ধর্ষণ করেছে তা বলতে পারেনি ।
অন্য একটি ভিডিওতে এক ধৃত অভিযুক্তকে জেরার মুহুর্তের ভিডিওতে লেখা হয়েছে,যুক্তরাজ্যে ৩৬ বছর বয়সী মোহাম্মদ ১৩ বছর বয়সী ব্রিটিশ মেয়েদের শোষণের চেষ্টা করেছিলেন। ধরা পড়ে গ্রেফতার করা হয়। মহম্মদ বলে,’আমি পাত্তা দিই না, আমি আগামীকাল ফের জেল থেকে বের হব।’
মোহাম্মদ নাসার হুসেন নামে এক অভিযুক্ত সম্পর্কে বলা হয়েছে, সে একটি ১৪ বছর বয়সী মেয়েকে শোষণ করার চেষ্টা করেছিল, ধরা পড়ে এবং গ্রেপ্তার হয়েছিল। সে বলেছে, শরিয়া আইনে কোনো বয়সসীমা নেই; তিনি যুক্তরাজ্যের নিয়ম সম্পর্কে জানেন না।
ওই সমস্ত ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ নেটিজেনরা । (Zucca Xerfantes) এর প্রতিক্রিয়া হল,’শরিয়া আইন বলে যে আপনার যদি ‘যৌন জরুরি অবস্থা’ থাকে বা যদি তারা ভিন্ন ধর্মের হয় তাহলে ধর্ষণ করা ঠিক আছে। ফা#শরিয়া আইন এবং ফা#ইউ, আপনি পশু ।’ (Kaptain Freedom) লিখেছেন,’এটা উল্লেখযোগ্য যে যুক্তরাজ্যে যারা ধর্ষণ করে তাদের ৭০ শতাংশের নাম মোহাম্মদ? কেউ কোন সময়ে সেই পরিসংখ্যানটি সামনে এনেছে – সে সঠিক সংখ্যা মনে করতে পারে না।’।