এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০৩ জানুয়ারী : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) কে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটেন । দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে,মাহাসা আমিনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীদের মধ্যে ১০ জনকে অপহরণ বা হত্যা করার ষড়যন্ত্রে যুক্ত থাকার কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার । আইআরজিসিকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে । নিরাপত্তা মন্ত্রী টম তুগেনধাত এবং স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান উভয়েই এই পদক্ষেপকে সমর্থন করেছেন প্রতিবেদনে দাবি করা হয়েছে ।
ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আদেশে ১৯৭৯ সালে গঠন করা হয়েছিল আইআরজিসিকে । এতে বিভিন্ন বিভাগে ২ লাখ ৫০ হাজার সদস্য রয়েছে । এখন এই সশস্ত্র গোষ্ঠীটিকে সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘোষণা করে নিষিদ্ধ করা হলে আইআরজিসির অন্তর্গত হওয়া, এর মিটিংয়ে উপস্থিত হওয়া, জনসমক্ষে এর লোগো বহন করা বা এর কার্যকলাপের সমর্থনকে উৎসাহিত করা যুক্তরাজ্যে একটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত হবে । ইতিমধ্যেই বাহরাইন, সৌদি আরব, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে মনোনীত করা হয়েছে । এখন ব্রিটেন এই গোষ্ঠীটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করলে ফাইভ আইজ ইন্টেলিজেন্স-শেয়ারিং জোটে যুক্তরাজ্যের অংশীদার হিসাবে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও একই সিদ্ধান্ত নেবে ।।