এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,০৮ আগস্ট : ইরাকে নবনিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্টিফেন হিচেন (Stephen Hitchen)এবং ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি (Qassim Al-Araji) উত্তর-পূর্ব সিরিয়ার কুখ্যাত ‘আল-হল’ (al-Hol) শিবিরের ধ্বংসের বিষয়ে আলোচনা করতে রবিবার বাগদাদে বৈঠক করেছেন । দুই কর্মকর্তা একমত হয়েছেন যে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দ্বারা পরিচালিত এবং ইসলামিক স্টেট জঙ্গিদের পরিবারদের বাসস্থল ওই ক্যাম্প থেকে ঘৃণা ও চরমপন্থা ছড়াচ্ছে । শিবিরের বাসিন্দাদের জন্য চিকিৎসার ব্যবস্থা নেই,রয়েছে পুষ্টির অভাব । তার উপরে ঘন ঘন সহিংসতায় জর্জরিত । ইতিমধ্যেই কয়েক ডজন শিশু মারা গেছে । হিচান এবং আল-আরাজি বলেছেন যে দেশগুলির উচিত তাদের নাগরিকদের শিবির থেকে প্রত্যাবাসন করা ।
ব্রিটেন ও ইরাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সমন্বয় জোরদার করার উপর জোর দিয়েছে । সেইসাথে মাদকের বিরুদ্ধে লড়াই এবং সাইবার নিরাপত্তার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিচ্ছে দু’দেশ ।
প্রসঙ্গত,আল-হল ক্যাম্পে বর্তমানে প্রায় ৫৫,০০০ বাস্তুচ্যুত লোক রয়েছে, যার মধ্যে অন্তত ২৭,০০০ ইরাকি । বাকিদের অনেকেই বিদেশী নাগরিক,এমন হাজার হাজার লোকের বিরুদ্ধে ইসলামিক স্টেট গ্রুপের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে । জাতিসংঘের মতে, উত্তর-পূর্ব সিরিয়া জুড়ে আটক শিবিরগুলিকে ২০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্রদান করে ব্রিটেন, যেটি বর্তমানে এসডিএফ এবং এর অধিভুক্ত স্বায়ত্তশাসিত প্রশাসন উত্তর ও পূর্ব সিরিয়া (AANES) দ্বারা নিয়ন্ত্রিত। ফ্রান্স, জার্মানি, স্পেন, ডেনমার্ক, কানাডা এবং নেদারল্যান্ডস সহ অন্যান্য পশ্চিমা দেশগুলি, উত্তর-পূর্ব সিরিয়ার তাদের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসন করার বিষয়ে ইরাকি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে । এরই মাঝে ব্রিটেন ও ইরাকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।।