এইদিন ওয়েবডেস্ক,নানগারহার,১০ মার্চ : বরযাত্রী বহনকারী গাড়িতে জোরে গান বাজানোর অপরাধে নববধূকে গুলি করে মারলো তালিবানরা । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নানগারহার প্রদেশে । স্থানীয় সূত্রে খবর,এদিন দুপুরে বিয়ের পর কনেকে নিয়ে বাড়ি ফিরছিল বরযাত্রীরা । গাড়িতে গান বাজানো হচ্ছিল । আর সেই অপরাধে নানগারহার প্রদেশের কোনার জেলার শাগি গ্রামের কাছে একটি চেকপয়েন্টে গাড়িটি আটকায় তালিবান জঙ্গিরা । গান বাজানো নিয়ে তালিবানের সঙ্গে বরযাত্রীদের বচসা শুরু হয় । তারই মাঝে আচমকা গুলি চালাতে শুরু করে দেয় চেকপয়েন্টে দায়িত্বে থাকা তালিবান জঙ্গিরা । তার মধ্যে একটি গুলি সরাসরি নববধূর মাথায় এসে লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বর-বধূর পরিবারে ।
বলা হচ্ছে, খুনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তবে তালিবানরা এই বিষয়ে কিছু জানায়নি । উল্লেখ্য,গত বছর এই প্রদেশের লাল নদীতে এক কনেকে গুলি করে হত্যা করেছিল তালিবানরা । তখনও জোরে গান বাজানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল ।।