এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৭ সেপ্টেম্বর : ভোজের মেনু পছন্দ না হওয়ায় নবধূকে মাঝ রাস্তা থেকে ছিনতাই করে নিয়ে গেলো কনেপক্ষ । এই অদ্ভুত কান্ডটি ঘটেছে বাংলাদেশের মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে । বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি আটকে জিম্মি করে কনে সুমাইয়া আক্তারকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর মুরাদ বেপারী অসহায় অবস্থায় একা বাড়ি ফিরে যান।
জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির পথ আটকায় । পরে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় । বরপক্ষের লোকজন জানান, প্রকাশ্যে নববধূ ছিনতাইয়ের মতো ঘটনার কারণে বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মহম্মদ সুমনের মেয়ে।প্রায় ছয় মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা।
তবে বিয়ের দিন খাবার নিয়ে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে কনের ভাই কয়েকজন লোকজন সঙ্গে নিয়ে গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানান বর। এই ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। বর মুরাদ বেপারী কাঁদো কাঁদো ভাবে সংবাদমাধ্যমের কাছে বলেছেন,’আর একদিন বরঞ্চ কব্জি ডুবিয়ে গোস্ত-ভাত খাইয়ে দেবো । আমার বউকে ফিরিয়ে দিন দয়া করে ।’।