এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ এপ্রিল : সোমবার দুপুরে ফের একপ্রস্থ উত্তেজনা ছড়াল দিল্লির দাঙ্গা কবলিত জাহাঙ্গীরপুরি এলাকায় । জানা গেছে,এদিন জাহাঙ্গীরপুরির সি-ব্লকে তদন্তে গিয়েছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং ফরেন্সিকদল । তদন্তকারী দলের সদস্যরা সি-ব্লকের পিছন থেকে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার লোকজন ৷ যে জায়গা থেকে মহিলাকে ধরা হয়েছিল তার ঠিক উলটো দিকের গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ধেয়ে আসে । তারপর প্রচুর রাফ ও পুলিশবাহিনী গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে ।
এদিকে এই ঘটনার কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেছিলেন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা৷ তিনি বলেন,’এই মামলায় এখনও পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনায় এক পুলিশকর্মীসহ ৯ জন আহত হয়েছেন । এলাকার সিসিটিভি এবং ডিজিটাল মিডিয়ার ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, সংঘর্ষের সময় পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৷ কিছু গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় । তবে হনুমান জয়ন্তী মিছিলের সময় মসজিদে গেরুয়া পতাকা লাগানোর কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ।।