এইদিন ওয়েবডেস্ক,গুজরাট ও মধ্যপ্রদেশ,১০ এপ্রিল : রবিবার দেশ জুড়ে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করেছিল বিজেপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি । আর এই শোভাযাত্রা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ালো বিজেপি শাসিত দুই রাজ্য গুজরাট ও মধ্য প্রদেশের একাংশে । অভিযোগ, মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে রামনবমীর শোভাযাত্রা যেতেই ব্যপক ইঁটবৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা । গুজরাটের সবরকাঁথার হিম্মতনগরের ছাপারিয়া গ্রামে এবং মধ্যপ্রদেশের খারগোনে এলাকায় ঘটনা দুটি ঘটেছে বলে জানা গেছে ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার বিকেল ৪.১৫ মিনিট নাগাদ গুজরাটের ছাপড়িয়ার রামজি মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রাটি বের হয় । তারপর এটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টাওয়ার চকে পৌঁছায় । কিন্তু শোভাযাত্রাটি ছাপারিয়া নামে একটি মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাওয়ার সময় অশান্তি বেধে যায় । অভিযোগ,কিছু স্থানীয় মুসলিম দূষ্কৃতী শোভাযাত্রা লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । কয়েকটি গাড়িতেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ।
এদিকে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী যায় । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানের গ্যাসের শেল ছুড়তে হয় পুলিশকে । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
উল্লেখ্য,গত সপ্তাহে রাজস্থানের করৌলিতে হিন্দু নববর্ষ উপলক্ষে বের হওয়া বাইক র্যালির উপর একইভাবে ইঁটবৃষ্টি করা হয়েছিল । প্রায় ৪০ টি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল দুষ্কৃতীরা । অথচ এই ঘটনার জন্য কংগ্রেস সরকার এবং রাজস্থান পুলিশ উলটে বাইক র্যালির আয়োজকদের বিরুদ্ধে ডিজেতে উত্তেজক গান বাজানোকে দায়ি করে । এনিয়ে রাজ্য সরকার ও রাজস্থান পুলিশের বিরুদ্ধে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে ।।