দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১০ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার ন’নগরে যাত্রীবাহী বাস দূর্ঘটনার জের কাটতে না কাটতেই ফের দূর্ঘটনা ঘটল কাটোয়া মহকুমা এলাকায় । এবার ইঁটবোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক কিশোরের । মঙ্গলবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম থানার নৈহাটির কাছে বোলপুর উদ্ধারণপুর রোডে । নিহত শ্রমিকের নাম ইরফান শেখ(১৪) । তার বাড়ি কেতুগ্রাম থানার সিলুরি গ্রামে হলেও কাটোয়ায় বাবা-মায়ের সঙ্গে থাকতো ওই কিশোর । বাবা মায়ের একমাত্র ছেলে সে । অর্থাভাবের কারনে ছেলেকে ট্রাক্টরে শ্রমিকের কাজে লাগাতে বাধ্য হয়েছিলেন বলে জানিয়েছেন নিহত কিশোরের বাবা দুলাল শেখ । দূর্ঘটনায় কিশোরের সাথে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছে ।
জানা গেছে,কেতুগ্রামের উর্ধারণপুরের একটি ইঁটভাটা থেকে ইঁট বোঝাই করে গঙ্গাটিকুরি যাচ্ছিল ওই ট্রক্টরটি । ট্রাক্টরের ট্রলিতে বোঝাই করা ইঁটের ওপর বসেছিলেন ইরফান সহ ৩ জন । বোলপুর উদ্ধারণপুর রোড ধরে ট্রাক্টরটি যাওয়ার সময় নৈহাটির কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটভ্যানকে পাশ দিতে গিয়ে ট্রাকটরটি উল্টে যায় । দূর্ঘটনার পরেই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় চালক । এদিকে ট্রলিতে থাকা বাকি দুজন ছিটকে পড়লেও ইঁট সহ ট্রলি চাপা পড়ে যায় ইরফান । স্থানীয়রা ছুটে এসে ইঁট সরিয়ে ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা করেন । পরে পুলিশ এসে ইঁট সরিয়ে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ ট্রাক্টরটি আটক করেছে ।।