এইদিন স্পোর্টস নিউজ,০২ সেপ্টেম্বর : আগামী বছর ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের দুই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল । এই দুটি ম্যাচের জন্য ২৫ আগস্ট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি দল ঘোষণা করেন। কিন্তু এই দলে জায়গা হয়নি দলের ব্রাজিলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।
দল ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার চোটে আছেন, আর তাই তাকে বিবেচনায় নেওয়া হয়নি। সে সময় এই সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের আলোচনা না হলেও, নেইমারের সাম্প্রতিক এক মন্তব্যে বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার জানিয়েছেন, তার দল থেকে বাদ পড়ার কারণ শারীরিক সমস্যা নয় বরং কোচের কৌশলগত সিদ্ধান্ত। পয়লা সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থেকে খেলার পর তিনি বলেন, ‘অ্যাডাক্টরে হালকা অস্বস্তি ছিল, তবে তা গুরুতর কিছু ছিল না—আজ আমি খেলেছি, সেটাই প্রমাণ।’
তিনি আরও জানান, ‘বাহিয়ার বিপক্ষে ম্যাচে আমি খেলিনি, তাই কয়েকটি অনুশীলন বাদ দিয়েছিলাম। তবে এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা ছিল কেবল টেকনিক্যাল, শারীরিক কোনো সমস্যা এর পেছনে নেই। কোচের এই সিদ্ধান্তকে আমি সম্মান করি। এখন দলের বাইরে থেকে সবার মতো আমিও সমর্থন জানাব।’
আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিল ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে খেলবে। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।।