এইদিন স্পোর্টস নিউজ,২৭ জানুয়ারী : ২০২৪ প্যারিস অলিম্পিক বাছাইপর্বে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানের দখল নিলো ব্রাজিল। দিন দুয়েক আগে পেরুকে হারিয়েছিল আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ দল । ফলে ল্যাটিন আমেরিকান অঞ্চলের ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে হাভিয়ের মাসচেরানোর দল।
আজ শনিবার সকালে ভেনেজুয়েলার কারাকাসের ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে তারা কলম্বিয়ানদের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে ।ম্যাচে কলম্বিয়ার ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। শুরু থেকেই প্রাক্তন চ্যাম্পিয়নদের দাপুটে পারফরম্যান্সের কাছে কিছুটা অসহায় ছিল কলম্বিয়া। ম্যাচের ৩০ মিনিটে পিছিয়েও পড়েও তারা। ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এন্ডরিক। পিছিয়ে পড়ে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে কলম্বিয়া ।
তবে অনেক চেষ্টা করেও তারা সফল হয়নি ।
এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। বিরতির পর রক্ষণে মনোযোগ দেয় তারা । সেই সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল শিবিরে একের পর এক আক্রমণ করেছে কলম্বিয়া। তবে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ব্রাজিলের জমাট রক্ষণের কারণে । এরই মাঝে দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করতে হয় কলম্বিয়াকে ।
এ নিয়ে টানা দুই ম্যাচ জিতল ব্রাজিল। বর্তমানে ব্রাজিলের সংগ্রহ ছয় পয়েন্ট।গ্রুপের দুই নম্বরে রয়েছে ইকুয়েডর। স্বাগতিক ভেনেজুয়েলার অবস্থান তিন নম্বরে। এরপরের স্থান দুটিতে আছে যথাক্রমে কলম্বিয়া ও বলিভিয়া । ল্যাটিন আমরিকান বাছাইপর্বের দুই গ্রুপ থেকে দুটি দল প্যারিস অলিম্পিকের টিকিট পাবে। দুই গ্রুপে রয়েছে মোট দশটি দল।।