এইদিন স্পোর্টস নিউজ,২৯ মার্চ : ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সে দরিফাউ জুনিয়রের চেয়ারটা নড়বড়ে হয়ে পড়েছিল। এরপরও পায়ের তলায় যে সামান্য পরিমাণ মাটি অবশিষ্ট ছিল, সেটাও সরে গেছে আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে লজ্জাজনক পরাজয়ের পর থেকেই গুঞ্জন উঠতে থাকে, কোচ দরিফাউকে ছাঁটাইয়ের কথা ভাবছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে সেটা আর গুঞ্জনের পর্যায়ে নেই। গতকাল শুক্রবার রাতে গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়েছে সিবিএফ। কোচ দরিফাউ জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাজিলিয়ান ফুটবল ফনফেডারেশন জানাচ্ছে যে, কোচ দরিফাউ জুনিয়র আর দায়িত্বে থাকছেন না। বোর্ড তাঁকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকেই সিবিএফ তাঁর বিকল্প খোঁজা শুরু করবে।’
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব নেন দরিফাউ। ৬২ বছর বয়সী এ কোচের অধীনে সেলেসাওদের পরিসংখ্যান মোটেও সন্তোষজনক নয়। দরিফাউয়ের অধীনে এখনো পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে জিতেছে মোটে ৭ ম্যাচে। ৭ ড্রয়ের পাশাপাশি হেরেছে ২ ম্যাচে।দরিফাউয়ের অধীনে সর্বশেষ কোপা আমেরিকাতে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে ব্রাজিল। এছাড়া বিশ্বকাপ বাছাইয়েও খুব একটা সুবিধাজনক স্থানে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ১০ পয়েন্ট ব্যবধানে।
ধীরে ধীরে দরিফাউয়ের ওপর চাপ বাড়ছিল। সেই চাপটা বিস্ফোরিত হয় আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর।অবশ্য এরইমধ্যে পরবর্তী কোচ খোঁজা শুরু করেছে সিবিএফ। ভিনিসিয়ুস- রাফিনিয়াদের ডাগআউট সামলাতে ব্রাজিলের প্রথম পছন্দ রেয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ ২০২৬ এর জুন পর্যন্ত। তবে আগামী জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপের পরই মাদ্রিদ ছাড়তে পারেন আনচেলত্তি। সেই সুযোগটা কাজে লাগাতে চায় ব্রাজিল। এছাড়া বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান প্রাক্তন লেফট ব্যাক ফিলিপে লুইস, পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের নামও শোনা যাচ্ছে।।

