এইদিন স্পোর্টস নিউজ,০৫ ফেব্রুয়ারী : দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের শুরুতে জয় তুলে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মেসির উত্তরসূরীরা। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে নেইমারের উত্তরসূরীরা। ফলে দুদলের নামের পাশেই যোগ হয়েছে গুরুত্বপূর্ণ ৩টি করে পয়েন্ট। এদিন এস্তাদিও অলিম্পিকো দে লাতে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল আর্জেন্টিনার। গোলের উদ্দেশে একের পর এক শট নিতে থাকা মেসির উত্তরসূরীরা সফল হয় ৩৫তম মিনিটে। বল নিয়ে আক্রমণে উঠেছিলেন ক্লওদিও এচেভেরি। তবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধায় ডি-বক্সে প্রবেশের আগেই পড়ে যান তিনি। সেখান থেকে বল কেড়ে নেন ইয়ান সুবিয়াবরে। শেষে দুই ডিফেন্ডারের বাধা কাটিয়ে নিঁখুত শটে ঠিকানা খুঁজে নেন ।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অগাস্টিন রুবের্তো। এচেভেরির লম্বা পাস প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে দখলে নেন রুবের্তো। বক্সে ঢুকে জোরালো শটে চিলির জাল কাঁপান ১৯ বছর বয়সি এ ফরোয়ার্ড। বিরতির পর ৬১তম মিনিটে ভুলের খেসারত দিয়ে গোল হজম করে মেসির উত্তরসূরীরা। গোলরক্ষকের পাস বক্সের ভেতরে তোবিয়াস র্যামিরেজ ক্লিয়ার করতে দেরি করলে এগিয়ে এসে কেড়ে নেন কারকামো। তার পাস গোলমুখে পেয়ে জালে জড়ান হুয়ান ফ্রান্সিসকো রোসেল। এরপর অবশ্য আর কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে দিনের আর এক ম্যাচে ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে আধিপত্য থাকলেও ৫৭তম মিনিটে ডিফেন্ডার অর্থার দিয়াস জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে সেলেসাওরা। একজন কম নিয়ে খেললেও অবশ্য আক্রমণ শাণাতে পিছ পা হয়নি ব্রাজিল। ৭৪তম মিনিটে দারুণ এক গোলে দলকে লিড এনে দেয় । বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে পাস দেন মোসকার্দো। তার কোনাকুনির জোরালো শট উরুগুয়ের গোলরক্ষের হাতে লেগে জালে জড়ায়।
এরপর অবশ্য সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। তবে তাদের জাল খুঁজে নিতে দেননি ব্রাজিল গোলরক্ষক ফেলিপে লঙ্গো। একের পর এক প্রচেষ্টা প্রতিহত করে রেখেছেন জাল অক্ষত। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
গ্রুপ পর্বের লড়াই শেষে অন্য চার দলের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে পা রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন। ফাইনাল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ৮ ফেব্রুয়ারি।সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া আর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ উরুগুয়ে।।