এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরনগর,২৩ ডিসেম্বর : উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে একটি চমকপ্রদ খবর এসেছে। এখানে প্রেমে প্রতারণার পর প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিয়েছে এক তরুনী । খবরে বলা হয়েছে, যুবক এবং তরুনী উভয়েরই ৮ বছর ধরে সম্পর্ক ছিল। কিন্তু যুবকের অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছিল । এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণী দেখা করারা অছিলায় প্রথমে ওই যুবককে একটি হোটেলে ডেকে নিয়ে যায় । এরপর সুযোগ পাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে যুবকের গোপনাঙ্গে হামলা চালায় সে ।
চরথাওয়াল থানা এলাকার কুলহেদি গ্রামের ২১ বছর বয়সী এহাতশাম ওরফে বাবলু এবং ২২ বছর বয়সী হিনার মধ্যে গত ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এদিকে মিরাটের সিওয়াল খাস গ্রামের এক মেয়ের সঙ্গে এহতাশামের বিয়ে ঠিক হয়। ৮ বছরের প্রেম এভাবে ভেঙে যাওয়া মেনে নেননি হিনা। তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিশোধ নিতে হিনা তাকে ২২ ডিসেম্বর রবিবার মুজাফফরনগর সিভিল লাইনের একটি হোটেলে এহতাশামের সাথে দেখা করতে ডেকেছিল। হোটেলের ঘরেই তর্ক শুরু করে দুজনে। এ নিয়ে কথা কাটাকাটির সময় হিনা ধারালো অস্ত্র দিয়ে এহতাশামের গোপনাঙ্গে আঘাত করে। হামলার পর হিনা নিজেকে আঘাত করার চেষ্টা করেন যাতে তিনিও আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা বাবলু ও হিনা দুজনকেই মিরাট মেডিক্যাল কলেজে রেফার করেন। এ বিষয়ে পুলিশ জানায়,’মেয়েটির অভিযোগ যে গত ৮ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পরও এহতাশাম তার সঙ্গে প্রতারণা করেছে। সে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণেই মেয়েটি ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছে।’
এদিকে ঘটনার দুটি দিক সামনে আসছে। সিও সিটি ব্যোম জিন্দাল জানান, বর্তমানে দুজনেই আহত এবং তাদের চিকিৎসা চলছে। মেয়েটি বলছে ঘটনাটি ঘটেছে হোটেলে, অথচ যুবক বলছে ঘটনাটি হোটেলে নয়, গাড়িতে ঘটেছে। সব ঘটনা মাথায় রেখেই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও অন্যান্য প্রমাণ মাথায় রেখে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।।