এইদিন ওয়েবডেস্ক,মুম্বই,১৪ সেপ্টেম্বর : সদ্য গঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (আইএনডিআইএ) একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ৷ এজেন্ডা অনুরূপ প্রচার না করায় ভারতের ১৪ জন টিভি উপস্থাপককে বয়কটের ঘোষণা করেছে ওই জোট । বুধবার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের বাসভবনে অনুষ্ঠিত সমন্বয় কমিটির প্রথম বৈঠকে আইএনডিআইএ জোট এই সিদ্ধান্ত নিয়েছে । শরদ পাওয়ার ছাড়াও কংগ্রেসের কেসি ভেনুগোপাল, ডিএমকে-র টিআর বালু, আরজেডি প্রধান তেজস্বী যাদব, জনতা দলের (ইউনাইটেড) সঞ্জয় ঝা, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, শিবসেনার (ইউবিটি) সঞ্জয় রাওয়াত জাতীয় বৈঠকে যোগ দিয়েছিলেন।
ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিক অদিতি ত্যাগী,আমন চোপড়া,আমিশ দেবগন,আনন্দ নরসিংহন,অর্ণব গোস্বামী,অশোক শ্রীবাস্তব, চিত্রা ত্রিপাঠী,গৌরব সাওয়ান্ত, নাভিক কুমার,প্রাচী পরাশরা,রুবিকা লিয়াকত,শিব অরুর,সুধীর চৌধুরী ও সাংবাদিক সুশান্ত সিনহার উপস্থাপনা করা কোনো ডিবেটে আইএনডিআইএ জোটের কোনো নেতা অংশগ্রহণ করবে না । জোটের কোনো অনুষ্ঠানে ওই ১৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হবে না ।
প্রসঙ্গত,বিরোধী দলগুলি বহুবার ভারতের মিডিয়ার একাংশকে বিজেপি বিরোধী দলের বিরুদ্ধে প্রচারের অভিযোগ করে আসছে । ডিবেটে তির্যক প্রশ্ন করায় প্রকাশ্যেই বিজেপি বিরোধী নেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে । কংগ্রেসের অভিযোগ, ওই মিডিয়াগুলি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রার প্রয়োজনীয় কভারেজ দেয়নি । এদিকে আইএনডিআইএ জোটের এই সিদ্ধান্তকে গনতন্ত্রের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন সাংবাদিক সুধীর চৌধুরী ।।