এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ এপ্রিল : ২০১৮ সালের ভীমা কোরেগাঁও হিংসতায় অভিযুক্ত তেলেগু কবি ভারাভারা রাওয়ের ‘স্থায়ী’ মেডিকেল জামিনের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট । মুম্বাইতে থাকা ব্যয়বহুল এই কারন দেখিয়ে চিকিৎসার ভিত্তিতে স্থায়ী জামিন চেয়ে রাও-এর আইনজীবী আর সত্যনারায়ণের মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল । জামিনের সময় হায়দ্রাবাদে থাকার অনুমতি চাওয়া হয়েছিল । এই আবেদনের সাপেক্ষে সিনিয়র অ্যাডভোকেট আনন্দ গ্রোভার এবং অ্যাডভোকেট আদিত্য চিতালে যুক্তি দেখান,মুম্বাইয়ে বহুবিধ চিকিৎসাজনিত অসুস্থতা নিয়ে বসবাস করা ব্যয়বহুল হয়ে উঠেছে । এই কারনে রাওকে প্রতি মাসে প্রায় ৯৬ হাজার টাকা খরচ করতে হয়েছে । যেখানে তিনি তেলেঙ্গানা সরকার থেকে পেনশন পেয়েছিলেন মাত্র ৫০ হাজার টাকা । তেলেঙ্গানায় থেকে চিকিৎসার খরচ অনেক কম হবে । তাতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএরও অসুবিধা হবে না ।
কিন্তু বোম্বে হাইকোর্টের বিচারপতি এসবি শুক্রে(SB Shukre) এবং জিএ সানপের(GA Sanap) একটি বেঞ্চ বুধবার সেই আবেদন খারিজ করে দেয় ।
আদালত অবশ্য তাঁকে অস্থায়ী জামিন মঞ্জুর করার আগের আদেশে আরও তিন মাসের জন্য বাড়িয়েছিল। রাওকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি পূর্ববর্তী ডিভিশন বেঞ্চ ছয় মাসের জন্য অস্থায়ী চিকিৎসা জামিন মঞ্জুর করেছিল । সেই মেয়াদ শেষ হতে চলেছে ।
কি এই ‘ভীমা কোরেগাঁও হিংসা মামলা’ ? এই পিছনে যে ইতিহাসটি রয়েছে তা হল, ১৮১৮ সালের ১ জানুয়ারী তৃতীয় ইঙ্গ–মারাঠা যুদ্ধে শোচনীয় পরাজয় হয় পেশোয়াদের । এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিল দলিত ‘মাহার’ জনগোষ্ঠী। তাই তাঁরা প্রতি বছর ওই দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে । ২০১৭ সালের ৩১ ডিসেম্বর মহারাষ্ট্রের পুণে জেলার ভীমা-কোরেগাঁও এলাকায় জয় স্তম্ভে অনুষ্ঠানের আয়োজন করেছিল দলিতদের সংগঠন ‘এলগার পরিষদ’ । অনুষ্ঠানের পর দিন থেকেই দলিত-মরাঠাদের মধ্যে উত্তেজনা ছড়ায় । ২০১৮ সালের জানুয়ারীর ১ এবং ২ তারিখে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় দু’পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ হয় । তদন্তে নেমে সমাজকর্মী গৌতম নওলখা,তেলেগু কবি ভারাভারা রাও, অরুণ ফেরেরা, রোনা উইলসন, ভারনন গঞ্জালভেস ও সুধা ভরদ্বাজ-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে মামলা দায়ের করেছিল পুলিশ । তখন থেকেই জেল হেফাজতে রয়েছেন তেলেগু কবি ভারাভারা রাও ।।