এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১৪ ফেব্রুয়ারী : নির্মীয়মান সরকারি গোডাউনে ইমারতি দ্রব্য সরবরাহ কে করবে তা নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দেদার বোমাবাজি ও গোলাগুলি চলল দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজের রায়পুরে৷ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দেদার বোমাবাজি ও গোলাগুলির ভিডিও ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ‘ব্যাটল গ্রাউন্ড বজ বজ – ডায়মন্ড হারবার মডেল’ হিসাবে আখ্যা দিয়েছেন । বোমাবাজির ভিডিও এক্স-এ শেয়ার করে তিনি লিখেছেন,’দক্ষিণ ২৪ পরগনা জেলায়, অপরিশোধিত বোমা তৈরির কেন্দ্র হিসাবে কুখ্যাত। আজ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে টিএমসি পার্টির দুটি উপদলের মধ্যে বন্দুকের গুলি বিনিময় এবং বোমা নিক্ষেপের ঘটনায় করা ।’ তিনি আরও বিস্তারিত ভাবে লিখেছেন,’এসকে লুৎফর হোসেন ; ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর; দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ-১ ব্লকের অন্তর্গত উত্তর রায়পুর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে বজবজ পৌরসভার বিরোধ চলছে। একটি নির্মাণাধীন গোডাউনে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই টিএমসি নেতা লড়াই করছেন। এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়, দুই গ্রুপের মধ্যে প্রকাশ্য গুলি ও বিরামহীন বোমাবর্ষণে ।’ শুভেন্দুর কথায়,’অপরিশোধিত বোমা তৈরির পাশাপাশি নির্মাণ সামগ্রী সরবরাহকারী সিন্ডিকেট পশ্চিমবঙ্গের একমাত্র সমৃদ্ধ শিল্প। এই ব্যবসায় টিএমসি নেতাদের একচেটিয়া আধিপত্য রয়েছে এবং যখন একাধিক নেতা ‘সোনার’ পাত্রের দিকে নজর রাখছেন তখন টিএমসি নেতারা ব্যবসায় তাদের দখল প্রতিষ্ঠার জন্য নিজেদের মধ্যে লড়াই করছে এবং প্রায়শই রক্তপাত হচ্ছে ৷’
এদিকে জানা গেছে, এই ঘটনায় বজবজ থানার পুলিশ ৪৩ জনের বিরুদ্ধে একটি স্বতপ্রণোদিত মামলা রজু করেছে । ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছে৷ ডায়মন্ড হারবার পুলিশের এক পদস্থ আধিকারিক জানান ৮ জন গ্রেফতার হলেও এখনো তল্লাশি অভিযান চলছে এবং তিনি এই ঘটনাকে দুষ্কৃতীদের কাজ বলেও মন্তব্য করেছেন ।।

