এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ মে : দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে । হুমকি পাওয়ার পর, বিমানটি রানওয়েতে থামিয়ে দেওয়া হয় এবং বিমানে থাকা সব যাত্রীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোর ৪.০৪ মিনিটে দিল্লি বিমানবন্দরের টি-২ টার্মিনাল থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেনারসের উদ্দেশ্যে যাত্রা করেছিল । বিমান ওড়ার মুহুর্তেই বোমা হামলার হুমকির কথা চাওড় হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । এরপর যাত্রীদের তড়িঘড়ি বিমানের জরুরি গেট থেকে বের করে আনা হয় । সিআইএফ-এর পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। এদিকে বোমার হুমকি পাওয়ার সাথে সাথে বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থলে পৌঁছে যায় ।।