এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ অক্টোবর : মস্কো থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক ছড়াল । ফ্লাইট নম্বর এসইউ ২৩২ (SU 232) বিমানটিতে বৃহস্পতিবার রাতে বোমা থাকার খবরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । বিমানটিতে ৩৮৬ যাত্রী ও ১৬ জন ক্রু মেম্বার ছিল । শুক্রবার ভোর ৩টা ২০ মিনিটে বিমানটি আইজিআই এর ২৯ নম্বর রানওয়েতে অবতরণ করে । বিমানের যাত্রীদের নিরাপদে অবতরণ করা হয় । তবে বিমানটি পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি । দিল্লি পুলিশ জানিয়েছে, বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে ।
উল্লেখ্য,দিন কয়েক আগে লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল খবর দিয়েছিল ইরানের মাহান এয়ারের বিমানে বোমা আছে । পরবর্তীকালে বিমানটিকে দিল্লির বিমানবন্দরে অবতরণের অনুমতি চাওয়া হয়েছিল । কিন্তু বিমানের পাইলটের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া হয়নি । এরপর যোধপুর এয়ারবেস থেকে ভারতীয় বায়ুসেনার দুটি সুখোই বিমানকে ইরানের যাত্রীবাহী বিমানের পিছনে মোতায়েন করা হয় । যদিও পরে জানা যায় বিমানে আদপেই কোনো বোমা নেই ।।