এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ এপ্রিল : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়ার খবরের মাঝেই বোমাতঙ্ক ছড়ালো কলকাতা বিমানবন্দরে । জানা গেছে, আজ শুক্রবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের ইমেলে একটি হুমকি বার্তা আসে । ওই বার্তায় বলা হয় যে বিমানবন্দরে বোমা রাখা আছে । ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে । ইমেইল পাওয়ার পরই চিরুনি তল্লাশি শুরু করে দেয় সিআইএসএফ । যদিও এখনো পর্যন্ত কোন বোমার হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে । ওই মেইলটি কোথা থেকে পাঠানো হয়েছিল তা জানতে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার স্কুলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পড়ুয়াদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল । তারপর ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয় কলকাতার একাধিক স্কুলে । কিন্তু কোন বোমা উদ্ধার হয়নি । পরে জানা যায় যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই হুমকি, মেইল পাঠানো হয়েছিল লালবাজারে । এক্ষেত্রেও বিমানবন্দর কর্তৃপক্ষকে ভূয়ো মেল পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে । তবে কোন ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে বিধাননগর পুলিশও তদন্ত নেমেছে । ঘটনার কিছু নেই কোন যাত্রীর হাত আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।।