এইদিন ওয়েবডেস্ক,লাভপুর(বীরভূম),১৮ জানুয়ারী : বীরভূমের লাভপুরের দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের ।দরবারপুর গ্রামের কাজীপাড়ায় পীরের মেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে । বোমার বোমার সপ্লিন্টার লেগে জখম হয়েছেন লাভপুর থানার অন্তর্গত দাঁড়কার পুলিশ ক্যাম্পের দুই পুলিশ আধিকারিক । পার্থসারথি সাহা নামে এক আধিকারিকের পিঠে আঘাত লাগে । অন্যজন হাতে আঘাত পেয়েছেন বলে জানা গেছে । জখম দুই পুলিশকর্মীকে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,লাভপুর থানার দরবারপুর গ্রামের কাজীপাড়ায় দিন তিনেক আগে পীরের মেলা বসেছিল । মেলার কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছিল । তার জেরে মঙ্গলবার রাত্রি ১০ টা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা শুরু হয় । ক্রমে দু’দল হাতাহাতিতে জড়িয়ে পড়ে । আর তারপরেই মুড়িমুড়কির মত বোমা পড়তে শুরু করে ।
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । আর তখনই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ । যদিও এই ঘটনায় এদিন পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই । ঘটনার বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো বিবৃতিও দেওয়া হয়নি । তবে প্রশাসনের তরফে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।।