দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ নভেম্বর : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা-বন্দুকের সংস্কৃতি ফিরে আসতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে । বুধবার রাতে মঙ্গলকোটের শ্যামবাজারের বাসিন্দা তৃণমূল নেতা দেবাশীষ পালের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায় । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে তদন্তে আসে মঙ্গলকোট থানার পুলিশ । তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ দুষ্কৃতিদের চিহ্নিত করতে পারেনি বলে জানা গেছে ।
মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের দলীয় সভাপতি ছিলেন দেবাশীষ পাল । তিনি বলেন,’বুধবার রাতে আমি বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলাম । সেই সময় বাড়ির সদর দরজার সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয় । তড়িঘড়ি আমি বাড়ির বাইরে ছুটে আসি । দেখি চারিদিকে ধোঁওয়ায় ভরে গেছে । তবে আমি কাউকে দেখতে পাইনি ।’
পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি ঘটনাটি বিজেপি ঘটাতে পারে । অন্যদিকে পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটেছে বলে দাবি করেছেন । তবে বোমা যেই ফেলুক না কেন,পঞ্চায়েত নির্বাচনের আগে মঙ্গলকোটে ফের বোমার সংস্কৃতি ফিরে আসায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।।