এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১১ ফেব্রুয়ারী : বালিঘাট থেকে যাতায়াত করা লরি ও ডাম্পার থেকে টাকা তুলতো দুই গোষ্ঠী । আর সেই টাকার ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল । আজ সেই দ্বন্দ্বের জেরে দেদার বোমাবাজির ঘটনা ঘটেছে । বীরভূম জেলার কাঁকরতলা থানা এলাকার জামালপুর গ্রামের ঘটনা । বোমার আঘাতে আহত হয়েছে ১ জন । জেলা পুলিশ সুপার আমনদীপ ফোনে জানান, একজন আহত হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকড়তলা থানা এলাকার জামালপুর গ্রামে একটি বৈধ বালিঘাট রয়েছে। সেই বালিঘাট থেকে গাড়ি পিছু টাকা তুলতো দুই গোষ্ঠীর লোকজন । সেই টাকার ভাগকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যে চলে ব্যাপক বোমাবাজি। তাতেই আহত হয় এক যুবক৷ এরপরেই কাঁকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনারস্থলে যায় । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ।।