এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ জানুয়ারী : নিজের জায়গায় মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দিয়েছিলেন এক ব্যক্তি । আর সেই কারনে চাঁদাবাজির টাকা(Extortion money) বাবদ ১ লক্ষ টাকা দাবি করে বসে দুই প্রতিবেশী । কিন্তু জায়গার মালিক টাকা দিতে অস্বীকার করলে তার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুরি গ্রামে । জায়গার মালিক হুমায়ূন কবীরের অভিযোগের ভিত্তিতে তার প্রতিবেশী মিন্টু শেখ ও নাজমুল হককে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতরা বোম থেকে পেল তার জানার চেষ্টা চলছে ।
জানা গেছে, পেশায় কৃষক হুমায়ূন কবীরের বাড়ি চেঁচুরি গ্রামে হলেও পড়াশোনার সুবিধার জন্য তার স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে কাটোয়া শহরে ভাড়াবাড়িতে থাকেন । বাড়িতে একাই থাকেন হুমায়ুন । বাড়ির কাছে একটা মোবাইল কোম্পানির টাওয়ার বসানোর জন্য কিছুটা জায়গা ভাড়া দিয়েছেন তিনি । আর এই কারণে মিন্টু শেখ ও নাজমুল হক তার কাছে এক লক্ষ টাকা দাবি করে বসে বলে বলে অভিযোগ ।
হুমায়ুন কোবিদ বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য আমি স্থানীয় তৃণমূল নেতাদের কাছে গিয়েছিলাম । কিন্তু কোন কাজ না হওয়ায় আমি কেতুগ্রাম থানার দারস্থ হতে বাধ্য হই । এরপর ওই দুজন আমাকে অভিযোগ তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। আমি অভিযোগ না তুললে শনিবার রাতে আমার বাড়িতে ওই দুজন মিলে বোমা নিক্ষেপ করে । বোমা বিস্ফোরণে আমার বাড়ির লোহার গেট ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে,রবিবার এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন হুমায়ুন কোবির । তার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে এলাকা থেকে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । আজ মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে তাদের ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।।