এইদিন ওয়েবডেস্ক, বোলপুর,( বীরভূম)১৬ জানুয়ারী : বোলপুর তথা বীরভূম জেলা পেতে চলেছে একটি মেডিকেল কলেজ। শহর বোলপুরের উপকন্ঠে প্রস্তাবিত ‘শান্তিনিকেতন মেডিকেল কলেজ’ এর নির্মাণকাজ পুরোদমে চলছে। এই মেডিকেল কলেজের জন্য ইতিমধ্যেই মিলেছে রাজ্য-সরকারের ছাড়পত্র।আগামী দিনে এই মেডিকেল কলেজকে ঘিরে ডাক্তারিশিক্ষার সুযোগের পথ সুগম হবে বলে আশাবাদী মানুষ।
বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলা,থেকে শুরু করে রাজ্যের জঙ্গলমহল বাঁকুড়া, পুরুলিয়া জেলা সহ বেশকয়েকটি জেলায় কারিগরী শিক্ষার সুযোগ করে দিতে ইতিমধ্যেই অগ্রনী ভূমিকা নিয়েছে স্বাধীন ট্রাষ্ট।স্বাধীন ট্রাষ্টের নবতম সংযোজন এই’ শান্তিনিকেতন মেডিকেল কলেজ’। জানা যায় আগামী ১১ ফেব্রুয়ারি জাতীয়স্তরের একটি
সেমিনারের আয়োজন করেছে স্বাধীন ট্রাষ্ট। সেই সেমিনারকে সামনে রেখে তার পরিকল্পনা ও কমিটি গঠনের উদ্দেশ্যে শনিবার অনুষ্ঠিত হল একটি সাধারণ সভা। স্বাধীন ট্রাস্টের সভাপতি, শ্রী মলয় পীটের আহ্বানে এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্য-কর্তা বিশিষ্ট চিকিৎসক সহ অনেকেই। মলয় পীট জানান প্রস্তাবিত সেমিনারের বিষয় মেডিকেল শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ।
মলয়বাবু আশা প্রকাশ করে বলেন,” চলতি বছরেই মিলবে এই মেডিকেল কলেজের অনুমোদন। আমরা সকলের সহযোগিতা প্রার্থনা করি।” সংস্থা সূত্রে জানা গিয়েছে ওই সেমিনারে সারাদেশের প্রখ্যাত চিকিৎসকগন অংশ নেবেন। এলাকাবাসী চাইছেন দ্রুত’ প্রস্তাবিত ‘শান্তিনিকেতন মেডিকেল কলেজ’ এর পঠন পাঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাক।