এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৪ এপ্রিল : আজ বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের কিউট জুটি আলিয়া-রণবীর । পাঞ্জাবি রীতি অনুযায়ী তাদের বিয়ে হবে, যার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । বুধবার রণবীরের নামে মেহেন্দি পরেছেন আলিয়া । রণবীর-আলিয়ার বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান তাঁদের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে হচ্ছে । রনবীরের মা নীতু সিং এবং বোন রিদ্ধিমা সকালেই বাস্তুতে পৌঁছেছেন । নীতু কাপুর সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন,বিয়ের পাগড়ি পরা উৎসব শুরু হবে বেলা ১১টায় । মহরৎ এবং ‘সাত ফেরে’ নেওয়া হবে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ।
সুত্রের খবর,পরিবার ও বিশেষ কিছু বন্ধুদের মধ্যেই হতে চলেছে রণবীর-আলিয়ার বিয়ে । সর্বসাকুল্যে মোট ১৫ থেকে ২০ জন অংশগ্রহণ করতে যাচ্ছেন । করণ জোহর,সঞ্জয় লীলা বানসালি, মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, অয়ন মুখার্জি, অর্জুন কাপুর, মনীশ মালহোত্রা, আকাশা রঞ্জন এবং আনুশকা রঞ্জন বিয়েতে অংশ নেবেন ।
এদিকে এই হাই প্রোফাইল বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে । আলিয়া ভাটের সৎ ভাই রাহুল ভাট জানিয়েছেন,কেবলমাত্র দুই পরিবার এবং কাছের বন্ধুরাই শামিল হবেন বিয়েতে।
মাত্র ২৮ জন অতিথি থাকবে বিয়ের অনুষ্ঠানে । তারা মূলত পরিবারেরই সদস্য । পাশাপাশি তিনি জানান,মুম্বাইয়ের ‘সেরা নিরাপত্তা’ টিম রয়েছে বিয়ের দায়িত্বে । ইউসুফভাই দায়িত্ব নিয়েছেন নিরাপত্তার । ওনার সিকিউরিটি ফোর্স- ৯/১১ সেরা নিরাপত্তা এজেন্সি। ২০০ নিরাপত্তারক্ষী রয়েছে। আমার টিম থেকেও রয়েছে ১০ জন । আরকে স্টুডিও আর বাস্তু দুই জায়গাতেই রক্ষীরা রয়েছে। ড্রোনের সাহায্যে নজরদারির ব্যবস্থাও রয়েছে । ছবি শিকারিরা যাতে কোনো মতেই বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি তুলতে না পারে, সেই জন্য বিয়ের ভেন্যু ঢেকে দেওয়া হয়েছে পর্দা দিয়ে। কাপড় দিয়ে তৈরি বিশেষ স্ক্রিনও রয়েছে । যাতে বাইরে থেকে ছবি তোলা সম্ভবপর না হয় ।
অন্যদিকে এই বিয়েতে দিল্লি ও লখনউ থেকে বিশেষ বাবুর্চি ডাকা হয়েছে । যা তৈরি করবে পাঞ্জাবি খাবার থেকে শুরু করে মুঘলাই, মেক্সিকান, ইতালিয়ান ইত্যাদি খাবার ।।