এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৩ মার্চ : ভোটের বৈতরণি পার হতে চলচিত্র অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তাকে কাজে লাগানো ভারতের রাজনৈতিক দলগুলির এই প্রবনতা দীর্ঘ দিনের । আজও এই ট্রেন্ড অব্যাহত রয়েছে । আসন্ন লোকসভা নির্বাচনে টলিউডের কয়েক জন অভিনেতা-অভিনেত্রীকে টিকিট দিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এবারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার দল শিবসেনার টিকিটে লড়ার জন্য বলিউড অভিনেতা গোবিন্দাকে টিকিট দিচ্ছেন । অভিনেতাকে মুম্বাই উত্তর পশ্চিম আসনে প্রার্থী করা হবে বলে খবর । অন্যদিকে লব্ধ প্রতিষ্ঠ অভিনেত্রী স্বরা ভাস্করকে নির্বাচনে লড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস । মুসলিম বধূ স্বরা নির্বাচনে লড়লে একচেটিয়া ভাবে মুসলিম ভোট মিলবে বলে আশা সোনিয়া-রাহুলের ।
প্রতিবেদন অনুসারে, গোবিন্দ গত ২২ মার্চ শুক্রবার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং টিকিট চেয়েছিলেন । এটাও বলা হয়েছে যে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অন্য দলটি অমল কীর্তিকারকে একই আসনের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অমলের বাবা, গজানন কীর্তিকর, একজন বর্তমান সাংসদ, শিন্ডের সেনার সাথে আছেন এবং তিনি তার ছেলের বিরুদ্ধে লড়াই করতে চান না। তাই একনাথ শিন্ডে ওই আসনে গোবিন্দকে প্রার্থী করতে চাইছেন ।
তবে বলিউড অভিনেতা গোবিন্দা দীর্ঘ দিন ধরেই রাজনীতির ক্ষেত্রে বিচরণ করছেন । সাংসদও হয়েছিলেন তিনি । ২০০৪ সালে গোবিন্দ মুম্বাই উত্তর থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন । তবে রাজনৈতিক ক্যারিয়ারে পর্যাপ্ত সময় না দেওয়ায় সমালোচিত হন অভিনেতা ।
অন্যদিকে কট্টর বিজেপি বিদ্বেষী ও বামপন্থী মনোভাবাপন্ন স্বরা ভাস্কর, তার অভিনয়েতর থেকে রাজনৈতিক সক্রিয়তার জন্য পরিচিত, কংগ্রেস মুম্বাই উত্তর সেন্ট্রাল আসনের জন্য যে প্রার্থীদের বিবেচনা করছে তাদের মধ্যে স্বরা একজন বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে একই আসনে কংগ্রেসের টিকিট পেতে পারেন এমন অন্য প্রার্থী হলেন প্রবীণ অভিনেতা রাজ বব্বর । তবে জে এন ইউ এর ছাত্রী স্বরা ২০২৩ সালে ফাহাদ আহমদকে বিয়ে করেছেন এবং একচেটিয়া মুসলিম ভোট টানতে রাজ বব্বরের থেকে স্বরা ভাস্করকেই প্রাধান্য দিচ্ছে কংগ্রেস ।।