এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১২ আগস্ট : প্রেমের টানে ভারতে আসা পাকিস্তানি মহিলা সীমা হায়দারের প্রাক্তন স্বামীকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন বলিউড ইন্ডাস্ট্রির প্রযোজক অমিত জানি । সীমার প্রেমকাহিনী নিয়ে বর্তমানে তিনি ‘করাচি টু নয়ডা’ নামে একটি হিন্দি ছবি তৈরি করছেন । তাই সীমা হায়দারের অতীত জীবন সম্পর্কে খুটিনাটি জানতে তিনি সীমার প্রাক্তন স্বামী গোলাম হায়দারকে ভারতে আসার জন্য আহ্বান জানিয়েছেন ।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা সীমা হায়দার চলতি বছরের মে মাসে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবোপুরা এলাকার বাসিন্দা প্রেমিক শচীন মীনার কাছে চলে এসেছেন । সঙ্গে এনেছেন ৪ সন্তানকেও । পাকিস্তান থেকে দুবাই এবং নেপাল হয়ে অবৈধ পথে ভারতে আসা সীমার প্রেমকাহিনী নিয়ে জনি ফায়ারফক্স ফিল্ম প্রোডাকশনের ব্যানারে ‘করাচি টু নয়ডা’ ছবিটি তৈরি হচ্ছে, ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে । ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা খোদ সীমা হায়দারের । ছবির জন্য আরও তথ্য সংগ্রহ করতে সীমার প্রাক্তন স্বামী গোলাম হায়দারকে মুম্বাই বা দিল্লীতে আসার আমন্ত্রণ জানিয়েছেন অমিত । যদি গোলাম হায়দার ভারতে আসতে নাও পারেন, তাহলে ছবির লেখককে সৌদি আরবে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি ।
অমিত জানি বলেন,’আমরা বিশ্বকে বলতে চাই কীভাবে পাবজি(PUBG) খেলার সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, কীভাবে এবং কেন সে (সীমা) ভারতে এসেছিল এবং সে আদপেই একজন গুপ্তচর কিনা । আমরা আমাদের চলচ্চিত্রে এই উপাদানগুলো দেখাতে চাই । সে কারণেই আমরা সীমা হায়দার সম্পর্কে সমস্ত বিবরণ সংগ্রহ করছি, সীমা এবং শচীনের অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী দুই দিনের মধ্যে নেওয়া হবে ।’ তিনি আরও জানান,ছবিটির শুটিং শুরু হবে দুবাই থেকে । যেখান থেকে সীমা তার সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিলেন ।।