এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১০ নভেম্বর : প্রকাশ্য মঞ্চে “জয় শ্রীরাম” শ্লোগান দিলেন বলিউড গীতিকার জাভেদ আখতার । শুধু তাইই নয়,তিনি ভগবান রাম ও মাতা সীতাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বর্ণনা করেছেন । মুম্বাইয়ে এমএনএস সভাপতি রাজ ঠাকরে আয়োজিত দীপোৎসব অনুষ্ঠানে বক্তৃতায় জাভেদ আখতার বলেন,’রাম এবং সীতা শুধু হিন্দু দেব-দেবী নন,পরন্তু ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য । যদিও আমি নাস্তিক, তবুও রাম-সীতাকে এদেশের সম্পত্তি মনে করি, তাই আজ আমি এখানে এসেছি। রামায়ণ হল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আমি গর্বিত যে আমি রাম এবং সীতার ভূমিতে জন্মগ্রহণ করেছি। যখন আমরা মর্যাদা পুরুষোত্তমের কথা বলি, তখন কেবল রাম এবং সীতার কথাই মনে আসে। তাই আজ থেকে জয় শ্রীরাম ।’
পরে তিনি বলেন,’সীতা ও রামকে আলাদা করে ভাবা পাপ। এই শব্দটি প্রেম, ঐক্য এবং পারিবারিক জীবনের প্রতীক । শুধুমাত্র একজন ব্যক্তি তাদের আলাদা করেছিল, তার নাম ছিল রাবণ। আজ যে এই কাজ করবে সেই রাবণ হবে ।’ তিনি আরও বলেন,’ভারতে যদি গণতন্ত্র বিরাজ করে তা হিন্দু সংস্কৃতির কারণে। বিশ্বজুড়ে অসহিষ্ণুতা বাড়ছে। এর আগেও কিছু লোক ছিল যারা অসহিষ্ণু ছিল কিন্তু হিন্দুরা কোনো দিনই সেরকম ছিল না । হিন্দুদের সবচেয়ে বড় বিশেষত্ব হল যে তাদের চিন্তাধারা ব্যাপক । যদি তাদের এই বিশেষত্ব লোপ পায় তাহলে তারাও অন্য মানুষের মতো হয়ে যাবে। এটা হওয়া উচিত নয়। আমরা বাঁচতে শিখেছি শুধু তোমার কাছ থেকে ।’
জাভেদ আখতার উপস্থিত শ্রোতাদের উদ্দেশে আরও বলেন,’আপনারা আমার সঙ্গে তিনবার জয় শ্রীরাম স্লোগান তুলুন…জয় শ্রীরাম…জয় শ্রীরাম…জয় শ্রীরাম ।’ এভাবে জাভেদ আখতার মাইক্রোফোনের সামনে জোর গলায় তিনবার ‘জয় শ্রীরাম’ বলেন এবং উপস্থিত শ্রোতারা তার সঙ্গে গলা মেলায় । সব শেষে বলিউড গীতিকার বলেন,’আজ থেকে জয় শ্রীরামই বলবেন ।’।