এইদিন বিনোদন ডেস্ক,১৩ জুলাই : চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। এ সিদ্ধান্ত বহু আগেই নিয়েছিলেন তিনি, এবার সেরেছেন আনুষ্ঠানিকতা। মৃত্যুর পর চক্ষুদানের জন্য নিবন্ধণ করেছেন হৃত্বিক । যদিও প্রথমে কাউকে কিছু জানাতে চাননি এই তারকা অভিনেতা। পরে চক্ষুদানের জন্য অন্যকে উৎসাহিত করতে এই খবর সামনে এনেছেন তিনি।
বছর কয়েক আগে ‘কাবিল’ সিনেমায় হৃত্বিক এক অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরেই তিনি চক্ষুদানে অনুপ্রানিত হয়েছিলেন কিনা সেটা স্পষ্ট নয় ।
অভিনয় জীবনের ২৫ বছর পার করে ফেলেছেন হৃত্বিক রোশান । এবার ‘কৃশ ৪’ দিয়ে পরিচালনায় আসছেন, সেখানে হৃত্বিক নিজেও অভিনয় করবেন। তার ভাষ্য, “কৃশ ৪ এর মাধ্যমে এমন কিছু হতে চলছে যা আগে বলিউডে হয়নি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো কিছু অভিজ্ঞতার যোগান দেবে।”
পর্দায় অভিনেতা হিসেবে আসার আগেই হৃত্বিক তার বাবার ‘খুদগার্জ’, ‘কিং আঙ্কল’, ‘করণ অর্জুন’ এবং ‘কয়লা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০২৬ সালের শুরুতে ‘কৃষ ৪’ এর শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো জানা যায়নি।এছাড়া চলতি বছরে মুক্তি পেতে চলছে হৃত্বিকের ‘ওয়ার ২’।।