এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৫ আগস্ট : ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের মুহুর্তে ভারতের নাগরিকত্ব পেলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার । কিছুক্ষণ আগে একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছিলেন যে তিনি ২০১৯ সালেই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন এবং শীঘ্রই নাগরিকত্ব পেয়ে যাবেন । আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপনের মুহুর্তে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া নাগরিকত্বের নথি সহ টুইট করেছেন,’হৃদয় এবং নাগরিকত্ব, উভয়ই হিন্দুস্তানি। শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ!’
বলিউডে সেভাবে ছবি না চলার জন্য ১৯৯০ সালে ভারতের নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয় কুমার । একারণে প্রায়শই সমালোচকদের দ্বারা ট্রোলড হতে হত তাঁকে । কিন্তু পরবর্তী সময়ে তাঁর অভিনীত ছবি সফল হতে থাকলে তিনি কানাডার পরিবর্তে বেশিরভাগ সময় ভারতেই থাকতে শুরু করেন । কানাডার নাগরিকত্ব নেওয়ার বিষয়ে অক্ষয় কুমার জানিয়েছিলেন যে কাজের সন্ধানেই এক বন্ধুর পরামর্শে তিনি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন । কিন্তু পরে বলিউডে তার ছবি চলতে শুরু করলে ভারতে ফিরে আসার বিষয়ে সিদ্ধান্ত নেন ।
এদিকে অক্ষয় কুমারের ‘ও মাই গড ২’ বক্স অফিসে হিট করেছে । একদিকে ছবির সাফল্য ও অন্যদিকে ফের ভারতের নাগরিকত্ব ফিরে পাওয়ায় খুশি বলিউডের এই অভিনেতা । তবে ‘ও মাই গড ২’ ছবিতে মহাকালের পুরোহিতের পরিবারকে যৌন শোষণকারী হিসেবে দেখানোয় বিতর্কের সৃষ্টি হয়েছে । হিন্দুত্ববাদী সংগঠনগুলি এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ।।