এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ আগস্ট : বোলারো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হল ।দুঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজলের মশালদিঘী ও আহরা এলাকার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে । জানা যায়,বোলারো গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা যাচ্ছিল । সেই গাড়িটিতে চালকসহ ৪ জন যাত্রী ছিলেন । অন্যদিকে একটি ডাম্পার মাল বোঝাই করে মালদা থেকে রায়গঞ্জ এর দিকে যাচ্ছিল । ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় মশালদিঘী ও আহোড়ার মাঝামাঝি এলাকায় এলে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় বোলারো গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয় ।
জানা গেছে,ঘটনাস্থলে মারা যান তিনজন । স্থানীয় লোকজন ও পুলিশ গিয়ে একজনকে উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সে রাস্তাতেই মারা যায় । মৃত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি । তবে কোনো সরকারি আধিকারিক তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিলেন বলে অনুমান স্থানীয়দের । দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয় । পুলিশ ডাম্পার ও বোলেরো গাড়িটি আটক করেছে । দূর্ঘটনায় মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।