এইদিন ওয়েবডেস্ক,আবুজা,১৪ আগস্ট : নাইজেরিয়ায় সন্ত্রাসী সংগঠন বোকো হারামের দুই পৃথক সশস্ত্র হামলায় দেশটির তিন সেনাসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে । শনিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বে ওই হামলার ঘটনা ঘটে।
নাইজেরিয়ার সামরিক কর্মকর্তাদের অন্যতম ইব্রাহিম লিমান বলেছেন যে বোর্নো রাজ্যের কোন্ডুগা শহরের কাছে “ওলারি” সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয় । বোকো হারাম সন্ত্রাসীরা অন্ধকারে ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে ছিল এবং সেনা ঘাঁটিতে আচমকা আক্রমণ করে । পাশাপাশি পৃথক একটি ঘটনায় নিজেদের তাদের ক্ষেতের কাজ করার সময় ১০ জন কৃষককে গুলি করে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা ।
প্রসঙ্গত,২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বে নাশকতা চালিয়ে আসছে সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারাম । ধীরে ধীরে তারা প্রতিবেশী রাজ্যগুলিতে তাদের আক্রমণের পরিধি প্রসারিত করে । ২০১৫ সালে এই গোষ্ঠীটি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট(আই এস আই এস) এর সাথে তাদের সংযোগ এবং আনুগত্য ঘোষণা করেছিল ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বোকো হারাম নাইজেরিয়ায় তাদের হামলা জোরদার করেছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় বেসামরিক লোকজনকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, নাইজেরিয়ায় গত এক দশকে বোকো হারামের হামলায় ৩০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছে ।।