এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : শুক্রবার গভীর রাতে সড়কের পাশ থেকে বছর ত্রিশের এক যুবকের লাশ উদ্ধার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ভাতার-কামারপাড়া সড়কে ভূমি রাজস্ব দপ্তরের অফিসের অদূরে প্যান্ট-শার্ট পরা ওই যুবকের দেহটি উদ্ধার করা হয় । বেলেন্ডা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মৃত যুবক শেখ রমজান তাদের গ্রামেরই বাসিন্দা ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের৷ যদিও যুবকের মৃত্যুর কারন নিয়ে ধন্দ্বে রয়েছে পরিবার৷ আজ শনিবার সকালের দিকেই লাশটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে,বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে বেলেন্ডা মোড়ে একটা নার্সারি চালাতেন শেখ রমজান । তিন ভাইয়ের মধ্যে সে ছোট । রমজান বিবাহিত৷ বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন নাবালিকা কন্যাসন্তান । তাদের মধ্যে বড় মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী । মৃতের পরিবার জানিয়েছেন,শুক্রবার নিজের স্কুটিতে চড়ে তাগাদায় বের হয়েছিলেন শেখ রমজান । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । গভীর রাতের দিকে ভাতার থানার পুলিশের কাছ থেকে তার মৃত্যুর খবর জানতে পারেন ।
স্থানীয় বাসিন্দাদের কথায়,শেখ রমজানের মাথার ডানদিকে একটা ক্ষতচিহ্ন দেখা যায় । কেরালার নম্বর প্লেট লাগানো তার স্কুটিটি রাস্তার পাশে নয়ানজুলিতে অক্ষত অবস্থায় পড়েছিল । তাদের দাবি, দুর্ঘটনা ঘটলে মৃতি যুবকের স্কুটিটিও ক্ষতিগ্রস্ত হত । কিন্তু স্কুটিটি অক্ষত ছিল । এই কারনে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে ওই যুবককে খুন করা হয়েছে । যদিও এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।
বিষয়টি নিয়ে পুলিশের তরফ থেকেও এখনো কোনো স্পষ্টিকরণ পাওয়া যায়নি । আজ সকালের দিকেই পরিবারের সদস্যদের সাথে নিয়ে পুলিশ যুবকের লাশটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।