প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ নভেম্বর : নিখোঁজ হয়ে যাওয়া তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দেহ মিললো বাড়ির অদূরের পুকুরে জামালপুর ব্লকের পাড়াতল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মালিক ওরফে হাবল (৪২) । তারপর থেকে তার আর কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন । অবশেষে আজ রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারের নির্জন কলা বাগান ঘেরা পুকুরের জলে ভেসে ওঠে তার দেহ। পুকুর পাড়েই পড়েছিল শুভেন্দুবাবুর মোটরবাইক ও জুতো জোড়া । পরিপাটি করে রাখা বাইক ও জুতো দেখে পরিবারের আশঙ্কা যে শুভেন্দুবাবুকে খুন করা হয়েছে । জামালপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,শুভেন্দু মালিকের বাড়ি জামালপুর ব্লকের পাড়াতল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর গ্রামে। তিনি স্থানীয় পারুল গ্রামের ১১৪ নম্বর বুথের সদস্য ছিলেন । রাজনীতির পাশাপাশি ধান কেনা বেচার ব্যবসা করতেন তিনি। একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু । বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা,স্ত্রী এবং মাধ্যমিক পরীক্ষার্থী এক ছেলে ।
পরিবার সূত্রে জানা গেছে,শনিবার দুপুরে বাইকে চেপে বাড়ি থেকে বের হয়েছিলেন শুভেন্দু মালিক । কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি। শুভেন্দুর ফোন নম্বারে কল করলে সেটি অফ পাওয়া যায় । অনেক খোঁজাখুঁজি করেও তাএ সন্ধান না পেয়ে আজ সকালে থানায় নিখোঁজ ডাইরি করার সিদ্ধান্ত নিয়েছিল পরিবার । কিন্তু তার আগেই বাড়িতে খবর আসে যে জামালপুর ব্লকের ইটলা গ্রামের রাস্তার ধারের নির্জন কলা বাগান ঘেরা জায়গার একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা গেছে । খবর পেতেই সেখানে ছুটে যায় গোটা পরিবার । শুভেন্দুবাবুকে ওই অবস্থায় দেখে তারা কান্নায় ভেঙে পড়েন ।
মৃতের শ্যালক সুপ্রিয় দাস তাঁর জামাইবাবুর এই প্রকার মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মানতে পারছেন না । তাঁর প্রশ্ন দুর্ঘটনাই যদি ঘটে তাহলে তাঁর জামাইবাবুর পায়ের চপ্পল জোড়া অত গুছানো অবস্থায় পুকুর পাড়ে পড়ে থাকলো কি করে ? তিনি খুনের আশঙ্কা প্রকাশ করেছেন ।
এদিকে দলের পঞ্চায়েত সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ব্লক তৃণমূলের সভাপতি মেহেমুদ খাঁন । তিনি বলেন,’কি করে এমন ঘটনা ঘটলো তার কিছুই আমি বুঝে উঠতে পারছি না। গোটা ঘটনাটাই রহস্যজনক ।’ তিনি পুলিশকে যথাযথ তদন্তের আবেদন জানিয়েছেন । এদিকে আজ সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা জামালপুর ব্লক জুড়ে তুমুল আলোড়ন পড়ে গেছে ।।

