এইদিন ওয়েবডেস্ক, বাংলাদেশ,২৫ মার্চ : বাংলাদেশের কুড়িগ্রামে মুসলিম মালিকের ভাড়া বাড়িতে ৩ সন্তানের মা হিন্দু বধূর ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতার নাম স্মৃতি রাণী (৩৭) । কুড়িগ্রামে স্বামীর বাড়ি থেকে দুই কিলোমিটারের মধ্যে রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকছিলেন তিনি । সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর থানার পাঁচগাছি ইউনিয়নের আরাজি কদমতোলা এলাকার রফিকুল ইসলামের গোয়াল ঘরে বধূকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পরিবারের সন্দেহ বধূকে ধর্ষণ বা গনধর্ষণের পর খুন করা হয়েছে।
নিহত বধূ একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিক চন্দ্রের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। স্থানীয়রা জানান, কার্তিক চন্দ্র কর্মসূত্রে ঢাকায় থাকেন । তিন সন্তান নিয়ে স্মৃতি রাণী ভাড়া বাড়িতেই থাকতেন। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে আরাজি কদমতলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘর থেকে সোমবার সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিব উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
Body of Hindu bride, mother of 3, found hanging in Muslim-owned house in Kurigram, Bangladesh

