প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ আগষ্ট : ছড়িগঙ্গায় নৌকা উল্টে যাওয়ায় গভীর জলে তলিয়ে গেলেন পাখিরালয় ভ্রমণে আসা পর্যটক দল।শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকে চুপির পাখিরালয় সংলগ্ন ছড়িগঙ্গায় । এদিন রাত ৯ টা পর্যন্ত খবরে জানা গিয়েছে নৌকা উল্টে যাওয়ায় পাঁচ জন ছড়িগঙ্গায় তলিয়ে যান । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।বাকিদের মধ্যে মাঝি সহ তিনজনকে উদ্ধার করা গেলেও তলিয়ে যাওয়া একজনের এখনও খোঁজ পাওয়া যায় নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রথম নিয়ে যাওয়া হয় পূর্বস্থলী হাসপাতালে । পরে সেখান থেকে তাদের নদীয়ার প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় । কি ভাবে নৌকাডুবির ঘটনা ঘটলো তার তদন্ত পুলিশ শুরু করেছে।নৌকার মাঝি মদন পারুই যদিও এই দুর্ঘটনা ঘটার জন্য পর্যটকদেরই দায়ী করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কালনা মহকুমায় ভাগীরথীতে পূর্বে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।২০১৬ সালে যাত্রীবাহী নৌকা কালনায় ভাগীরথিতে উল্টে যাওয়ায় ১৬ জনেরও বেশী যাত্রীর মৃত্যু হয় । কিন্তু ছড়িগঙ্গায় নৌকা ডুবির কোন ঘটনা ঘটে নি । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীয়ার কৃষ্ণনগরের কয়েকজন বাসিন্দা এদিন পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে বেড়াতে আসেন।তাঁদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে ।পাখিরালয় ঘুরে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার জন্য ওই পর্যটকরা নৌকায় চেপে ছাড়িগঙ্গার উপর দিয়ে যাচ্ছিলেন।ওই সময়েই নৌকাটি পাল্টি খায়।নৌকায় থাকা মাঝি মদন পারুই সহ বাকি চারজন পর্যটক ছাড়িগঙ্গার জলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে। এই ঘটনা নজরে আসতেই স্থানীয় মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করেন ।তা শুনে ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা জলে নেমে মদন পারুই সহ তন্ময় শীল শর্মা,তনয় মাঝিকে উদ্ধার করে।এরই মধ্যে দুর্ঘটনার খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশ ও এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌছান।শুরু হয় ডুবুরি নামিয়ে তলিয়ে যাওয়া পর্যটক সৈকত চট্টোপাধ্যায় ও সৌরভ ভট্টাচার্যের খোঁজ চালানো। রাত পর্যন্ত এই দু’ জনের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হলেও অপর জনের কোন খৌঁজ পাওয়া যায় না ।
উদ্ধারকারীদের নৌকার মাঝি মদন পারুই জানান, তাঁর নৌকায় চড়ে বসা পর্যটকরা মদ্যপ অবস্থ্যায় ছিল । মদের বোতল হাতে নিয়ে নৌকার উপরেই তাঁরা দাপাদাপি হুল্লোড় শুরু করে।।সেই কারণে নৌকা দুলছিল।দাপাদাপি বন্ধ করার কথা পর্যটকদের বলা হলেও তারা কোন কথা শোনে না। নৌকা একদিকে কাত হয়ে গিয়ে ছড়িগঙ্গায় পাল্টি খেয়ে যায় । মদন পারুই জানান,নৌকা পাল্টি খেলে তিনি সহ সকল পর্যটকরা জলে পড়ে যান ।
এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, কৃষ্ণনগরের কয়েকজন চুপির পাখিরালয়ে বেড়াতে আসেন।এরপর নৌকা করে যাওয়ার সময় নৌকা উল্টে গেলে তাঁরা ছড়িগঙ্গার গভীর জলে তলিয়ে যায়।রাত পর্যন্থ মাঝি সহ চারজনকে উদ্ধার করা গিয়েছে ।তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ।তলিয়ে যাওয়া অপর আর এক জনের এখনও পাওয়া যায় নি । ডুবুরি নামিয়ে তার খোঁজ চালানো হচ্ছে ।।