এইদিন ওয়েবডেস্ক,পঞ্চগড়(বাংলাদেশ),২৫ সেপ্টেম্বর : মহালয়ার দিন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেল বাংলাদেশে (Bangladesh) । নদীতে পূণ্যস্নান করতে গিয়ে নৌকা ডুবি হয়ে মৃত্যু হল ২৪ পূণ্যার্থীর । এখনো নিখোঁজ অন্তত ৩০ জন । রবিবার বিকেল প্রায় সাড়ে তিনটের দিকে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পঞ্চগড় জেলার (Panchagarh District) বোদা উপজেলায় করতোয়া নদীর (Kortoya river) মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটের কাছে । বোদা থানার ওসি সুজন কুমার রায় জানিয়েছেন,সন্ধ্যা পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । তবে মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি । নৌকায় থাকা আরও ৩০ জনকে খুঁজে পাওয়া যায়নি । তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন মহালয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোকজন করতোয়া নদীতে তর্পন ও পূণ্যস্নান করতে গিয়েছিলে । বিকেল সাড়ে ৩ টা নাগাদ একটি নৌকা শিশু, মহিলা মিলে শতাধিক যাত্রীকে নিয়ে নদী পারাপার করছিল । কিন্তু মাঝ নদীতে এসে ডুবে যায় নৌকাটি । কিছু পুরুষ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও মহিলা ও শিশুসহ বহু যাত্রীর সলিল সমাধি হয় । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে । পরে ফায়ার সার্ভিসের দল আসে । নদীতে তল্লাশি অভিযান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি শিশুসহ ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয় ।।