এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ সেপ্টেম্বর : শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর বাংলাদেশ এখন বাংলাদেশ ন্যাশানাল পার্টি(বিএনবি) ও জামাত ইসলামির মত ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির দখলে । এদিকে হাসিনা দেশ ছাড়া হওয়ার পর সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে ওই সমস্ত কট্টর ইসলামি গোষ্ঠীগুলির জঙ্গিরা । হিন্দুদের জমিজায়গা জোর করে দখল করা থেকে শুরু করে অল্পবয়সী হিন্দু মেয়েদের রাস্তা থেকে অপহরণের ঘটনা রোজ ঘটে চলেছে । এবারে দুর্গোৎসবের ঠিক মুখেই বাংলাদেশের রাজধানী ঢাকার একটা শতাব্দী প্রাচীন মন্দির গায়ের জোরে দখল নেওয়ার অভিযোগ উঠল মান্নান নামে এক বিএনবি নেতার বিরুদ্ধে । আজ বৃহস্পতিবার শতাধিক মুসলিম লোকজনকে সঙ্গে নিয়ে এসে ঢাকার বানিয়ানগরের মদন গোপাল জিউ বিগ্রহ মন্দিরের চড়াও হয় ওই জঙ্গি । মন্দিরে ঢুকে সেবাইত ও মহিলা ও পুরুষ পূণ্যার্থীদের মারধর করে বের করে দেওয়া হয় । ভেঙে ফেলা হয় মন্দিরের সমস্ত সিসিটিভি ক্যামেরা । দেবদেবীদের ছবি দেওয়া সাইনবোর্ড, প্লাকার্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে । সকলকে মন্দির থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায় মান্নান নামে ওই জঙ্গি ও তার দলবল । ঘটনার পর চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ঢাকার হিন্দুরা ।
বানিয়ানগরের মদন গোপাল জিউ বিগ্রহ মন্দিরের সম্পাদক মনোজ কুমার দাস বলেছেন,’মদন গোপাল জিউ বিগ্রহ মন্দিরটি দেবোত্তর সম্পত্তির উপর নির্মিত । অথচ ভূমি অফিসে কারচুপি করে গোটা মন্দির নিজের নামে রেকর্ড করে নিয়েছে মান্নান নামে এক বিএনবি নেতা । এনিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা চলছে । অথচ আজ প্রচুর লোকজন সঙ্গে নিয়ে এসে মন্দিরে তালা ঝুলিয়ে দখল করে নিয়েছে ৷’ তিনি বলেন,’মান্নান দাবি করছে সে নাকি মামলায় জিতেছে । যদি তাই হয় তাহলে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে । কিন্তু আইন আদালতের তোয়াক্কা না করে আজ গায়ের জোরে মন্দিরটা দখল করে নিল ।’
জানা গেছে,প্রতিবাদ করলে মন্দিরের সেবাইত শিল্পি রায়কে মারধর করে বের করে দেওয়া হয় । কার্তিক রায় নামে এক ব্যক্তির স্ত্রী ও মেয়ের উপরেও হামলা চালানো হয় । এমনকি কার্তিকবাবুর মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাংলাদেশের সেনাবাহিনী । যদিও তাদের সামনেই তান্ডব চালায় মুসলিম লোকজন । হিন্দুদের দাবি, অবিলম্বে তাদের মন্দির ফিরিয়ে দেওয়া হোক । যদিও এর আগেও একই কায়দায় একটা ঢাকার মন্দির দখলের অভিযোগ উঠেছে মান্নানের বিরুদ্ধে ।।